বলিউডের অন্যতম সফল ও আইকনিক সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পায় ১৯৯৮ সালে। করণ জোহর পরিচালিত এই সিনেমায় শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জির অসাধারণ অভিনয় আজও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে আছে। তবে অনেকেই জানেন না, ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘টিনা মালহোত্রা’র জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে। কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন। কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রহস্য ফাঁস করেছেন ঐশ্বরিয়া নিজেই।
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার কাহিনিতে ‘টিনা’ ছিলেন এক গ্ল্যামারাস, স্মার্ট ও আকর্ষণীয় তরুণী, যিনি কলেজের জনপ্রিয় ছাত্র ‘রাহুল খান্না’র (শাহরুখ খান) প্রেমে পড়েন। পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী টুইঙ্কল খান্না। কিন্তু তিনি রাজি না হওয়ায় একে একে তব্বু, উর্মিলা মাতন্ডকর এবং ঐশ্বরিয়া রাইকে চরিত্রটির জন্য অফার করা হয়।
ঐশ্বরিয়া রাই ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তখন তিনি বলিউডে একেবারেই নতুন। মাত্র তিনটি ছবিতে অভিনয় করেছেন। তিনি বলেন, “আমি যদি এই ছবিতে অভিনয় করতাম, সবাই বলতো— ‘ঐশ্বরিয়া রাই আগের মতোই আছে। স্ট্রেট চুল, মিনি স্কার্ট, গ্ল্যামারাস লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে।’ আমি চাইনি, আমার অভিনয় শুধুমাত্র গ্ল্যামার নির্ভর হোক। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এই চরিত্র করবো না।”
পরিচালক করণ জোহর এক সাক্ষাৎকারে জানান, ঐশ্বরিয়া ছিলেন একমাত্র অভিনেত্রী, যিনি তাঁকে ফোন করে সম্মানের সঙ্গে এই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি বলেন, “ঐশ্বরিয়া অত্যন্ত ভদ্রভাবে জানিয়ে দিলেন, এই চরিত্রটি তাঁর জন্য সঠিক নয়। আমি তাঁর পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞ। তবে শেষ পর্যন্ত রানি মুখার্জি চরিত্রটির জন্য পারফেক্ট ছিলেন।”
শেষ পর্যন্ত ‘টিনা’ চরিত্রে অভিনয় করেন রানি মুখার্জি এবং এই চরিত্রই তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি মুক্তির পর রানি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।
১০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির পর বক্স অফিসে বিশাল সাড়া ফেলে এবং আয় করে ১০৭ কোটি রুপি। শুধু আর্থিক সাফল্যই নয়, সিনেমাটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ৮টি বিভাগে পুরস্কার অর্জন করে। শাহরুখ-কাজলের রসায়ন, করণ জোহরের গল্প বলার দক্ষতা এবং সঙ্গীতের অনবদ্য সমন্বয় এই সিনেমাকে আজও বলিউডের অন্যতম ক্লাসিক সিনেমার তালিকায় রেখেছে।
যদিও ঐশ্বরিয়া রাই এই ছবিতে অভিনয় করেননি, তবে পরবর্তী সময়ে ‘দেবদাস’, ‘মহব্বতেঁ’, ‘জোধা আকবর’সহ অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে নিজেকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।