ইসরায়েলি বর্বর হামলা: আরও ৪৪ নিহত

এফএনএস ডেক্স:
| আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৪ এএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৯ পিএম
ইসরায়েলি বর্বর হামলা: আরও ৪৪ নিহত

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চলমান রেখেছে। এতে প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ। ইত্যেমধ্যে উপতাক্যটিতে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৪ জন নিহত এবং আরও ৭৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৭০৮ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।

এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।


আপনার জেলার সংবাদ পড়তে