গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকায় স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
মৃত নাজমুল ইসলাম (২৯) টাঙ্গাইল সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের বাসিন্দা মো. আবু’র ছেলে।
জানা গেছে, স্ত্রীর খাদিজার বয়স ২২ এবং মেয়ে সন্তান নাদিয়ার বসয় ৪ বছর।
রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাজমুল ইসলাম কোনো পেশায় নিযুক্ত ছিলেন না এবং তিনি নেশার সঙ্গে জড়িত ছিলেন। পরিবারিক কলহ ও পারিবারিক অশান্তি অনেক দিন ধরেই চলছিল। গত শনিবার রাতে তারা নিজেদের ঘরে শুয়ে পড়েন। তবে, পরদিন সকাল হয়ে গেলেও তারা ঘুম থেকে না উঠলে সকাল সাড়ে ৬টার দিকে তাদের ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের জানালা খুলে দেখতে পান নাজমুলের মরদেহ ঝুলছে। পরে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢ়ুকে খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পর পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নাজমুল ইসলামের নেশার কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।