নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০১:১০ পিএম
নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জন দগ্ধ হয়েছেন। 

রোববার সেহরির সময় তল্লা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

আহতরা হচ্ছেন- রুনা আক্তার (৪০), হারুন উর রশিদ (৬০) ও মিম (১৭)। তাদের মধ্যে রুনার শরীরের ৬২ শতাংশ এবং হারুন ও মিমের শরীরের ১ শতাংশ পুড়েছে।

তাদের স্বজনদের বরাতে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সিলিন্ডার থেকে গ্যাস লিক করে রান্নাঘরে জমে ছিল। চুলা ধরাতে গেলে তাতে আগুন ধরে যায়। এ অবস্থায় তিনজন আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে