হিলিতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০২:৩৯ পিএম
হিলিতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দিনাজপুরের  হাকিমপুর উপজেলার হিলিতে ১ নং খট্টামাধব পাড়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন এর বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে ভুক্তভোগীরা। রোববার সকাল ১১ টায় উপজেলার মংলা-কাঠলাবাজার  সড়কের নয়নগর গ্রামে ঘন্টাব্যাপী  মানবন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ  মিছিল বের হয়। এরপর চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন এরপর কুশপুত্তলিকা পুড়িয়ে দেন বিক্ষুদ্ধরা।  

কর্মসূচিতে অংশগ্রহনকারীরা জানায়, উপজেলার ১ নং খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান নারী লোভী লোক। তার পরিষদে কোন নারী সেবা প্রত্যাশী গেলে তাদের টিসিবি ভিজিএফ, ভিজিডি কার্ড করে দেয়ার প্রলোভনে কু-প্রস্তান দিয়ে থাকেন। সম্প্রতি এক দিনমজুরের স্ত্রীকে প্রলোভন দিয়ে কু-প্রস্তাবের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে