পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক-কর্মচারী’র মানববন্ধন ও স্বারকলিপি

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০২:৫৬ পিএম
পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক-কর্মচারী’র মানববন্ধন ও স্বারকলিপি

রংপুরের পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর শিক্ষক-কর্মচারীগণ মানববন্ধন করেছে। গতকাল রোববার সকালে প্রেসক্লাব চত্বরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল, ঈদুল ফিতরের আগে বকেয়া পরিশোধ সহ বোনাস, প্রয়োজনে শিক্ষক-কর্মচারীদের কেন্দ্র স্থানান্তর, তহবিল গঠন করে অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণে এককালীন অর্থ প্রদান সহ ৫ দফা দাবী উপস্থাপন করা হয়। এ সময় পরিষদের সভাপতি হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইসলামি ফাউন্ডেশনের কেয়ার টেকার আব্দুর রহিম, শিক্ষক আশিকুর রহমান, শাহারুল ইসলাম, সাইদুর রহমান, রোকসেনা পারভিন, আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বিগত ৩৩ বছর ধরে অবহেলিত মানবেতর জীবন যাপনের কথা কান্নাজড়িত কন্ঠে তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে