নাসিরনগরে মউশিকের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৩:৩৮ পিএম
নাসিরনগরে মউশিকের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ,বেতন বৃদ্ধি,প্রকল্প স্থায়ীকরণ,আউটসোসিং নিয়োগের প্রক্রিয়া বাতিল,শিক্ষক তহবিল গঠনসহ ৫ দফা দাবিতে  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন ও উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকাল ১১ টা থেকে মউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে নাসিরনগর উপজেলা পরিষদ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষক,ফিল্ড সুপার ভাইজার,সাধারণ ও মডেল কেয়ারটেকার অংশ নেন। 

মউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাউসার আহমেদের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন মাওলানা নুরুল আলম,হাফেজ মো: আশরাফ হোসাইন,মাওলানা মো: শফিউল্লাহ,মাওলানা আবদুর বাছির,মো: রায়হানুল হক,স্বপ্না বেগম,শাহাবুদ্দিন,রহিমা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা (৮ম পর্যায়)প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা,সাধারণ কেয়ারটেকার,মডেল কেয়ারটেকার,ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদানসহ ৫ দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার আহবান জানান। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় । এসময় স্মারক লিপি গ্রহণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে