দৌলতখানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতের ইফতার

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৩:৪৪ পিএম
দৌলতখানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতের ইফতার

ভোলার দৌলতখানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামী।শনিবার ২২ মার্চ দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ফুড ক্যাসেল চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও ভোলা -২ (দৌলতখান - বোরহানউদ্দিন) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ, নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য উপাধ্যক্ষ, মাওলানা অলিউল্লাহ কবির, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক। অনুষ্ঠানে রাজনীতিবিদ সাংবাদিক ডাক্তার শিক্ষক আইনজীবী ব্যবসায়ী বিভিন্ন পেশা ও সমাজের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।