সিলেটের আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে মাহবুবুর রহমান শান্ত নামে এক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শান্ত বাদী হয়ে শাহপরাণ (র.) থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রোববার (২৩ মার্চ) ভোরে সিলেট সদর উপজেলার আউশা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসমিন জারা মঞ্চে বক্তব্য দেওয়ার সময় মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে, এই হট্টগোলের ছবি ও ভিডিও ধারণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিতর্ক শুরু হলে সাংবাদিকদের একাংশ অনুষ্ঠান বয়কট করে ইফতার মাহফিলের হল থেকে বেরিয়ে যান।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মন্তব্য করেছেন, কিছু নামধারী সাংবাদিকদের আচরণ পেশাদার সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ণ করছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আক্তার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যব-’া গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।