পরকীয়ায় বাঁধা দেয়ায় দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৪:২৫ পিএম
পরকীয়ায় বাঁধা দেয়ায় দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩

কুড়িগ্রামের চিলমারীতে পরকীয়ায় বাঁধা দেয়ায় দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার মজিদের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার এসরাফিলের পুত্র মুদি দোকানদার মোঃ অপি মিয়া (৩০) ও হায়দার আলীর পুত্র আমিনুল (৩৫) দুজনেই প্রতিবেশী এক বিধবা মহিলার সাথে পরকিয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে অপিকে ওই মহিলার সঙ্গে যোগাযোগে বাঁধা প্রদান করলে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। অপির বড় ভাই এরশাদুল ঝড়গা মেটানোর জন্য এগিয়ে আসলে আমিনুল, রেজাউল করিম ও ইসমাইল হোসেন  সকলের পিতা হায়দার আলী একযোগে দেশীয় অস্ত্র দিয়ে এরশাদুলের উপর হামলা চালায়। এ সময় এরশাদুল গুরুত্বরভাবে যখম হয়। স্থানীয় লোকজন এরশাদুলকে চিলমারী হাসপাতালে ভর্তি করায়। কিছুক্ষণ পড়ে আহত এরশাদুলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আমিনুল, রেজাউল করিম ও ইসমাইলের বাড়িতে হামলা চালায়। এ সময় আমিনুল পালিয়ে গেলেও রেজাউল ও ইসমাইল তাদের নিজ টিনসেড বিল্ডিং ঘরে আশ্রয় নেয়। বিক্ষিপ্ত জনতা উক্ত ঘরের দরজা ভেঙ্গে তাদের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করায়। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে