পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিবারের ন্যায় এবার মাহে রমজানে আল কুরআনের হাফেজদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার তেঁতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় কয়েকজন যুবক এ সংবর্ধনার আয়োজন করে। শাহজাহান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজের পিতা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসেন, হাফেজের পিতা ও সহকারি শিক্ষক মোশারফ হোসেন, তেঁতুলিয়া আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক, কবি ও সাংবদিক এম এ বাসেত এবং মৌলভি শিক্ষক হাফেজ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে তেঁতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি তাজিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ১৮ জন আল কুরআনে হাফেজ, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ মোট ২৭ জনকে একটি করে জায়নামাজ তুলে দেন। এসময় স্থানীয় মুসল্লীগন উপস্থিত ছিলেন। পরে সবাইকে নিয়ে ইফতার ও দুআ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মো. তৌহিদুল ইসলাম।