দৈনিক ২০ টাকা সঞ্চয়। মাসে ৬০০ টাকা। এভাবে বছর শেষে যা সঞ্চয়ের পুরো টাকা ঈদের আগে ভাগ করেন নেন। যে টাকা খরচ করেন সংসারের কেনাকাটাসহ প্রয়োজনীয় কাজে। এবাভেই জমা খরচ করে আসছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা লেগুনা মালিক ও চালক সমিতির সদস্যরা। গেল ঈদুল ফিতরের পর থেকে তারা এভাবেই জমা করে আসছেন। বছরজুলে জমানো টাকা রোববার ২৩ মার্চ সকালে আনুষ্ঠানিক ভাবে ভাগ করে নিয়েছেন সমিতির ৭২ জন সদস্য। প্রত্যেকেই প্রায় ৩৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন।
টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাছ উদ্দীন। লেগুনা মালিক ও চালক সমিতির সভাপতি মফিজ উদ্দীনের সভাপতিত্বে টাকা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের সহ-সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক কাশেম আলী, সহ-সম্পাদক আশাদুল ইসলাম প্রমুধ।