ঝিনাইদহের কালীগঞ্জে নারী পুরুষের হাতে তৈরি লুফা(শরীর পরিষ্কার করা এক ধরনের পণ্য) কের সুনাম কুড়াচ্ছে স্থানীয় ও দেশের বিভিন্ন বাজারে। তিনি বানিজ্যিক ভাবে তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি হারে বিক্রি করছে। সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে তা যথাযথ ভাবে প্রক্রিয়াজাতের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তৈরি করায় চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলেছে এই লুফা তৈরি করে এখানকার বেশ কিছু অনৈক বেকার নারী পুরুষের হয়েছে কর্মসংস্থান,সংসারে ফিরেছে স্বচ্ছলতা।এমন আয় আর সুনামের মূল উদ্যোক্তা নিখিল দত্তের পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। বেকার কিছু নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করায় তাদের কাছে আইকন হিসেবে পরিচিত তিনি।
নিখিল দত্ত ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।পিএন নেচারাল লুফা- নামে লুফা তৈরির প্রতিষ্টানের পরিচালক তিনি। তিত পোল্লা নামে লতা জাতীয় একটি গাছের ফল থেকে নিখিল দত্ত প্রায় দুই বছর আগে শুরু করেন লুফা তৈরীর কাজ। প্রথম দিকে তিনি নিজের লাগানো গাছের ফল সংগ্রহ করে সীমিত পরিসরে লুফা তৈরি করতেন। সাধারণত তিত পোল্লা গাছের বীজ প্রতি বছর এপ্রিল মাসে বপন করলে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত পাকা ফল পাওয়া যায়। গাছ থেকে পাকা ফল সংগ্রহ করে ভালো ভাবে খোসা পরিষ্কার করে কাটার দিয়ে কাটতে হয়। তারপর সাইজ মোতাবেক কাটা খোসা দর্জি দিয়ে সেলাই করে চুড়ান্ত ভাবে প্রস্তুত করা হয় লুফা। একটি লুফা তৈরিতে সর্বমোট খরচ হয় ৩০ টাকা। পাইকারি বাজারে তা বিক্রি হয় ৪০ টাকা দরে। আর ক্রেতা সাধারণের হাতে গিয়ে তা পৌছায় ৫০ থেকে ৬০ টাকা খুচরা মূল্যে। বর্তমানে নিখিল দত্ত প্রতিমাসে ৩-৪ হাজার পিস লুফা তৈরি করে স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করছেন। এতে করে তার মাসে সব খরচ বাদ দিয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হচ্ছে। তিনি সর্ব প্রথম মাত্র ৮০ হাজার টাকা পুঁজি নিয়ে লুফা তৈরির ব্যবসা শুরু করেছিলেন তিনি। বর্তমানে তার এ ব্যবসায় মূলধন ২ লক্ষ টাকার অধিক। কৃত্রিম লুফাতে শরীরে জমতে পারে ব্যাক্টেরিয়া। যা থেকে হতে পারে ত্বকের সমস্যা।
গোসলের জন্য প্রত্যেকের পছন্দের পণ্যের মধ্যে লুফা অন্যতম একটি দেহ ঘষার জন্য সত্যিকারের প্রাকৃতিক পণ্য। সফল লুফা তৈরীর উদ্যোক্তা নিখিল দত্ত বলেন, স্থানীয়, আশপাশের বাজার এবং দেশের বিভিণ্ন স্থানে মানবদেহ পরিষ্কারের জন্য প্রাকৃতিক এ পণ্যটির ব্যবসায়িরা নিয়ে যাচ্ছে ।
কালীগঞ্জ সুজল কসমেটিকের স্বত্বাধিকারী সুজল দেবনাথ বলেন, আমার দোকানে এই লুফা ভালো বিক্রি হচ্ছে। প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ায় ক্রেতারা চাহিদা করে চেয়ে নিচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চর্ম ও যৌন রোগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার অরুণ কুমার দাস বলেন,আমি ছোটোবেলায় এই লুফা ব্যাবহার করেছি। প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি একটি পণ্য লুফা। মানবদেহের চামড়ার জন্য এটার উপকারিতা রয়েছে। তবে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে তিনি যোগ করেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি উদ্যোক্তা নিখিল দত্তকে অভিনন্দন জানিয়েবলেন, উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করব।