রংপুরে জমি দখলের চেষ্টায় বাড়ি ভাঙচুর: গ্রেফতার ৪

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৬:৪৮ পিএম : | আপডেট: ২৩ মার্চ, ২০২৫, ০৬:৪৮ পিএম
রংপুরে জমি দখলের চেষ্টায় বাড়ি ভাঙচুর: গ্রেফতার ৪

রংপুর নগরীর তালুক  ধর্মদাস মুসলিম পাড়া ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন জমি দখল করতে না পেরে বাড়ি ভাঙচুর সহ ক্ষয়ক্ষতি সাধন করে একদল ভুমিখেকো। এ ঘটনায় তাজহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি আমিনুল ইসলাম। 

এ ঘটনায় শনিবার মামলায় এজাহারভুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, ঘাঘটপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে নুরুজ্জামান বাবু ওরফে সোহাগ বাবু (৪৩), একই এলাকার নুর মোহাম্মদ এর ছেলে নাহিদ হাসান (১৯), তালুক ধর্মদাস মুসলিম এলাকার শাহাজাহানের ছেলে সাজু মিয়া(২৮) ও বাদশা মিয়ার ছেলে মাছুদ রানা (৩০)।

মামলা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামীদের সাথে আমিনুল ইসলামের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। দলিল ও রেকর্ড মূলে ভোগদখলীয় জমি আমিনুল ইসলামের। ২০০৯ সালে

দলিলমুলে জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন তিনি। ভোগদখলের দীর্ঘদিন পরে হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর একদল ভুমিখেকো সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। এ বিষয়ে আমিনুল ইসলাম বিজ্ঞ অতিরিক্ত রংপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যা এখনও চলমান রয়েছে। সেই সাথে নালিশী জমিতে বিরোধ এড়ানোর জন্য বিজ্ঞ আদালত তাজহাট থানার অফিসার ইনচার্জকে দেখাশুনার জন্য রিসিভার নিয়োগ দিয়ে আদেশ প্রদান করেন। এরপরেই এজাহারভুক্ত আসামীরা আরো অজ্ঞাতনামা ৪/৫ জন  দেশী অস্ত্র শাবল, হাসুয়া, কুড়াল, ট্যাটা ইত্যাদি নিয়ে সজ্জিত হয়ে আমিনুল ইসলামের টিনের তৈরী ঘরবাড়ি ভাংচুর করে। এতে প্রায় দুইলাখ টাকার ক্ষতি সাধন করে তারা।

এ বিষয়ে ভুক্তভোগি আমিনুল ইসলাম বলেন, আমার দলিলমুলে কেনা জমি তারা অবৈধভাবে দখল করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তারা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। আমার অনেক ক্ষতি করেছে তারা। এখন আবার প্রাণনাশে হুমকি দিচ্ছেন না। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা কামনা করছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে