দৌলতপুরে ভোগান্তির অপর নাম আল্লাহর দরগার রাস্তা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:০১ পিএম : | আপডেট: ২৩ মার্চ, ২০২৫, ০৭:০১ পিএম
দৌলতপুরে ভোগান্তির অপর নাম আল্লাহর দরগার রাস্তা

দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী দৌলতপুর প্র্যাগপুরশিল্পশহর আল্লাহর দরগার মহাসড়কের নাসির টোবাকো কোম্পানির মূল গেট থেকে আল্লাহর দরবারে মাধ্যমিক পর্যন্ত পাকা কার্পেটিং সড়ক ভেঙে ফেলে কুষ্টিয়ার সড়ক ও জনপদ বিভাগের খামখেয়ালী প্রণায়পাকা সড়ক উপরে ফেলে ২/৩ নম্বর ইট ব্যবহার করে আসন্ন ঈদকে সামনে রেখে রাস্তা উক্ত রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে ওই সড়কে বালিভর্তি ট্রাক ও যাত্রী ভাই বাস সহ যানবাহন যান বাহন চলাচল করলে ঐসব ইট উপরে দেয়া বালির তলে ইট ভেঙে যাচ্ছে। এতে করে গুরুত্বপূর্ণ এ সড়কে ঘটছে অহরহ দুর্ঘটনা সহ প্রাণহানি। গুরুত্বপূর্ণ এ সড়কে পাকা কার পেডিং তুলে ফেলে ইট বেসিয়ে রাস্তা করা জনগণে প্রশ্ন উঠেছে সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে। এ সড়কে ইতিপূর্বে বহুবার এ এ গুরুত্বপূর্ণ সড়কে টাকা বরাদ্দ দিয়ে দিয়ে জব থব কাজ করা হয়েছে কাজ করা হয়েছে যা ১/২ মাস ও টেকে না। আসন্ন ঈদকে সামনে রেখে দ্রুত গতিতে কোন রকম ভাবে বিল নেয়ার জন্য দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে বলে এলাকা বাসীর অভিযোগ। সড়ক জনপদ বিভাগের নির্ভয় প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সড়কটিরকাজ তদারকি করা অতিব জরুরী। এ সড়কের খানা খন্দকের পাশে পালাদেয়া রয়েছে বিআরবি সহ বিভিন্ন ব্র্যান্ডের ইট।শিল্প শহরে আল্লাহর দরগায় ইতিপূর্বেও সড়কটির সস্কারে ইতিপূর্বে মানববন্ধন সহ সভা সমাবেশ কেরছে এলাকাবাসী। সচেতন এলাকাবাসী এ সড়কটি সরেজমিনে এসে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে