চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় রিকশা থামিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন, দূর থেকে এমন চিত্র ধারণ করেন এক ফটো সাংবাদিক। পরে সেই চিত্র নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরই দুই ছিনতাইকারীকে ধরতে মাঠে নামে পাঁচলাইশ থানা পুলিশ। অবশেষে হামজারবাগ এলাকা থেকে ধরা পড়ে দুজনের মধ্যে একজন মো. শাকিল আহম্মদ প্রকাশ সাজু (৪৮)। এদিকে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন। রোববার ভোর ৪টার দিকে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃত সাজু হামজারবাগ এলাকার মৃত হাজী শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ নানা অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। সে শহরে দুর্র্ধষ ছিনতাইকারী হিসেবে অনেকের কাছে পরিচিত। অন্যদিকে, পলাতক আছে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে মো. আলমগীর (৪৫)। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় রয়েছে ৯টি মামলা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাজু ও পলাতক আলমগীর ধারালো ছুরির ভয় দেখিয়ে ভুক্তভোগী রিকশা যাত্রীকে সব দিয়ে দেওয়ার হুমকি দেয়। তারা ওই বৃদ্ধের পকেটে থাকা ৫০০ টাকা জোর করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেন।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, সাজু ষোলশহরে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।