মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৮:২৪ পিএম
মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ইফতার ও দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার বিকেলে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়া ক্লাবে ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিনন্দ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মুহাম্মদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন 

স্বেচ্ছাসেবকদলের কিশোরগঞ্জ জেলার সাবেক সহ সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বর্তমান যুগ্ন আহবায়ক নুরুজ্জামান স্বপন। মহিনন্দ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাও ওলীউল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন চ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মাসুম পাঠান, ৩ নং  ওয়ার্ড সভাপতি মদন মিয়া, ২ নং ওয়ার্ডের সভাপতি ফিরুজ মিয়া, ১ নং ওয়ার্ডের সভাপতি সুরুজ মিয়া, মো:হারিছ মিয়া প্রমুখ। পরে গোয়ালাপাড়া জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা এবং তারেক রহমানের  দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ ও মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে