আমাদের রাষ্ট্র ও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এখনো চলছে: তানভীর হুদা

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ১০:৫৫ এএম
আমাদের রাষ্ট্র ও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এখনো চলছে: তানভীর হুদা

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র তানভীর হুদা বলেছেন, ৫আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। আমাদের রাষ্ট্র ও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এখনো চলছে। শ্বৈরাচারী হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য চলছে নানা ষড়যন্ত্র। এই আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।তাই কোন ধরনের চাঁদাবাজি, দখলদারি, পেশিশক্তি প্রদর্শন করলে চলবেনা। এধরনের কাজে জড়িত এমন কাইকে বিন্ধুমাত্র ছাড় দেয়া হবেনা।

রবিবার(২৩ মার্চ -২০২৫) চাঁদপুরের মতলব উত্তর  উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয় মাঠে এখলাছপুর ইউনিয়ন বিএনপির  আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

 তিনি আরো বলেন, বিএনপি গনমানুষের দল। এই দলটি গনমানুষের উন্নয়ন ও কল্যানের জন্যই সারা জীবন কাজ করে গেছেন। তাই নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ থাকলে চলবেনা। আমরা জননেতা তারেক জিয়ার নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ থাকতে চাই।

তানভীর হুদা বলেন, দীর্ঘ্য ১৭বছর আন্দোলন সংগ্রামে যাদের পাওয়া যায়নি এমন অনেকে আছেন যারা এখন বিএনপির অনেক প্রভাবশলী নেতা। দীর্ঘ্য আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন না, ক্ষমতাসীন দলের সাথে মিলেমিশে ভাগভাটোয়ারা করে খেয়েছে তাদের সবাইকে আমি চিনি। যারা কষ্ট করে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের হতাশ হবার কোন কারন নাই, আমি তাদের সবাইকে চিনি।

এখলাছপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরু হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক কবির হোমেস মজুমদার, যুবদল নেতা জহির খান।

আপনার জেলার সংবাদ পড়তে