বাংলাদেশ ছাত্র শিবির চর।রাজিবপুর উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে চর রাজিবপুর উপজেলা পরিষদ হল রুমে ইফতারের পূর্বে উপজেলা শিবিরের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাজিবপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ,ডঃ কেরামত আলী, কুড়িগ্রাম জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জনাব মোশারফ হোসেন চর রাজিপুর উপজেলা শাখা যুব ফোরাম সভাপতি মোখলেছুর রহমান ও চর রাজিব পুর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পতাকা তলে এসে সাধারণ শিক্ষার্থীদেরকে কোরআন বুঝে সেই অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানান। শেষে ৩শত সাধারণ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়া হয়।