ডাকাতিয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু, মরদেহ উদ্ধার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ১১:২৩ এএম
ডাকাতিয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু, মরদেহ উদ্ধার

চাঁদপুর সদরের কয়লাঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী হতে  নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ডুবুরি দল। রোববার  ২৩ মার্চ ২০২৫ তারিখ দুপুর ২ টায় চাঁদপুর শহরের কয়লাঘাট সংলগ্ন এলাকায় নিরব (১০) নামে একটি শিশু ডাকাতিয়া নদীতে গোসলের সময় ইঞ্জিন চালিত বোটের সাথে ধাক্কা লেগে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন চাঁদপুরে নিখোঁজ শিশুর সংবাদ দেয়। উক্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি ডুবুরি দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে কোস্ট গার্ড এবং নৌ ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরে নৌ পুলিশ নিহতের স্বজনদের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করে। নিহত মোঃ নিরব কয়লাঘাট রেলওয়ে মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর কাজী ও মুক্তা বেগমের ছেলে। ছেলে হারা মায়ের আহাজারিতে নদীর পাড় ওই এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে