কাপাসিয়ায় ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ১১:২৭ এএম
কাপাসিয়ায় ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের কাপাসিয়ায় ৪'শ পিস ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৩ মার্চ রোববার সকালে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. আমির হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামড়া মাশক এলাকার রমিজ উদ্দিনের পুত্র। সে দীর্ঘদিন যাবত এলাকার যুব ও তরুণদের মাঝে বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম।

তিনি জানান, গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুরের কামড়া মাশক এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই টিম সকাল ৮টার দিকে উল্লেখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় আসামি মো. আমির হোসেনকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪'শ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে