নড়াইলের কালিয়া উপজেলার উত্তর পেড়লী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পেড়লী ইউনিয়ন শাখার আয়োজনে রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন-নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
জামায়াতের পেড়লী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাসেল মাহমুদ, মাওলানা বায়েজিদ হোসেনসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতের পেড়লী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজানের শুরু থেকে নড়াইল-১ আসনের অন্তর্গত কলাবাড়িয়া, সালামাবাদ, পুরুলিয়া, চাঁচুড়ী, বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়ন এবং সদরের পাঁচটি ইউনিয়ন শাখা ছাড়াও বিভিন্ন এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।