দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় কাহারোল উপজেলায় ২ হাজার ৫শত ৯২ জন পাট চাষীদের মাঝে পাটের বীজ ও সার তুলে দেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ও কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার,কাহারোল উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী।