দিয়াডাঙ্গা সিমান্তে ইয়াবাসহ আটক ১

এফএনএস (এস. এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৩:৪৮ পিএম
দিয়াডাঙ্গা সিমান্তে ইয়াবাসহ আটক ১

ভুরুঙ্গামারী উপজেলায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর  দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা পিলার দিয়ে ভারত হতে বাংলাদেশে বিপুল পরিমান মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল- হক পিএসসি'র পরিকল্পনা ও দিক নির্দেশনায় ২৩ মার্চ রবিবার রাতে দিয়াডাঙ্গা বিওপির ১০ সদস্যের একটি চৌকস টহল দল ময়দান এলাকায় অবস্থান করার সময়  উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সামিউল ইসলাম ১৯২৫ পিস ইয়াবা টেবলেট নিয়ে মোটর সাইকেল যোগে বাঁশজানী হতে ময়দান যাওয়ার সময় বিজিবির টহল দল দেখে পালিয়ে যাওয়ার সময় টহলকারী বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাসী করে ১৯২৫ পিস ইয়াবা, বাংলাদেশী নগদ টাকা,একটি সীমসহ মোবাইল ফোন এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করে।পরে রাতেই আটক মাদক ব্যবসায়ী সামিউল ইসলামকে মাদকদ্রব্য পাচারের দায়ে ভুরুঙ্গামারী থানায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি)র অধিনায়ক জানান,মাদক দ্রব্য পাচার রোধে সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে