ভূঞাপুরে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছে সার তিল বীজ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৪:০৬ পিএম
ভূঞাপুরে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছে সার তিল বীজ

গ্রীষ্মকালীন মৌসুমে তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রণোদনার মধ্যে- এক কৃষকের জন্য ১ কেজি তিল, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে