বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আছে ডাক্তার নেই

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৪:২৫ পিএম
বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আছে ডাক্তার নেই

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শতাধিক বছরের স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলাটি ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস। এই গুরুত্বপূর্ণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি যেখানে ডাক্তার থাকা দরকার ১৮-২০ জন। সেখানে ডাক্তার রয়েছে মাত্র ৫-৭ জন। বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবায় ভুগছে গরীব ও নিরীহ মানুষ জন। যেন বাজিতপুর স্বাস্থ্য সেবা একেবারে দুমড়ে মুচড়ে গেছে। প্রসূতি ও এনএসথেসিয়া বিভাগটি যেখানে রোগীর সংখ্যা গত ৬-৭ মাস আগেও ডাক্তারগণ ব্যস্ত ছিলেন সেখানে ডাক্তার নেই মানেই রোগীও নেই। সরকারি হাসপাতালে দিন দিন কমছে সরকারের রাজস্ব। ঔষধ পাওয়া যাচ্ছে কিন্তু সেই পরিমাণমত নয় বলে রোগীদের অভিযোগ। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারের মান একেবারেই নিম্ন মানের। রোগীদের এত ভীড় থাকা সত্ত্বেও ডাক্তার সংকট থাকার কারণে সেবিকারা এমবিবিএস ডাক্তারের দায়িত্ব পালন করছেন। যেন স্বাস্থ্য সেবায় জড়জড়িত। কিছু হলেই একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারগণ রোগীদেরকে পাঠিয়ে দেন সেখানে। গুঞ্জন উঠেছে, কমিশনের জন্য ডাক্তাররা ঐ হাসপাতালের রোগীদের পাঠান বলে অভিযোগ উঠেছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি গত কয়েক মাস আগে জাতীয় পর্যায়ে চতুর্থ অবস্থানে ছিল। বর্তমানে স্বাস্থ্য সেবায় নিম্ন মানের কারণে নাম্বার বিহীন হয়ে পড়েছে। রোগীদের অভিযোগ, প্রতিদিনই এক জন ডাক্তার রোগীদের সেবা দিয়ে থাকেন। অন্যরা সেবা দিলেও ঐ ডাক্তারের মত নয় বলে তারা উল্লেখ করেন। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা বলেন, তিনি নিজে এসে দেখেন ডাক্তার সংকট রয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে ডাক্তারের সংকটের কথা লিখিত আকারে লিখলেও কোনো কাজ হচ্ছেনা। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে