মতলবে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৪:৩১ পিএম
মতলবে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের সাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ-২০২৫) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।

আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও পরীক্ষা কমিটির সদস্য সচিব আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল প্রমুখ। এছাড়াও সকল কেন্দ্র সচিবগণ পরীক্ষা সংক্রান্ত তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ ব্যতিক্রম হবে। সম্পূর্ণ নকল মুক্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থা। সরকারি প্রজ্ঞাপন ও জেলা প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে