কালীগঞ্জে পান সহ আলম সাধু ছিনতাই

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনইাদহ) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৫:২৬ পিএম
কালীগঞ্জে পান সহ আলম সাধু ছিনতাই

ঝিনাইদহের কালীগঞ্জে পান বোঝায় একটি আলম সাধু ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলম সাধু চালক আব্দুল হান্নান শেখ এ ঘটনায় বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেছেন,সোমবার ভোরে গোপালপুর গ্রাম থেকে কয়েকজন পান চাষীর ১৮ বোঝা পান নিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তারা। পথিমধ্যে নরেন্দ্রপুর বেলতলা নামক স্থানে পৌঁছালে সেখানে ৫/৬ জন মুখোশধারী ডাকাত রাস্তার উপর কলাগাছ ফেলে এবং দুই পাশে গাছের সাথে ফিতাবেধে তাদের গতিরোধ করে। ডাকাতদের হাতে থাকা দেশিয় অস্ত্র দ্বারা সকলকে জিম্মি করে লাঠি দিয়ে মারধর শুরু করে। কিছুক্ষণ পর পাশের একটি লিচু বাগানের নিয়ে গাছের সাথে বেঁধে পান বোঝাই আলম সাধু নিয়ে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে। সকালবেলা আশপাশের মানুষ তাদেরকে উদ্ধার করে। ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাই তৎপরতা অনেক বেশি লক্ষ করা যাচ্ছে। ফয়লা মিশন পার হয়ে  ঘোষনগর বাজারের পূর্বের সড়কটুকু খুব ঝুঁকিপূর্ণ। কয়েকদিন আগে বাবরা রেলক্রসিং নামক স্থানে তিন ভ্যান কুলসহ ডাকাতরা নিয়ে যায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আলম সাধু ছিনতাই ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে পারব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW