ইন্দুরকানীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০১:২৭ এএম
ইন্দুরকানীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২৪ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মুহাম্মাদ আলী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন, থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন। ইন্দুরকানি প্রেসক্লাব  সভাপতি খান মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু,  জামায়াতে ইসলামির আমির মাও: মো. আলী হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থা পরিচালক আজাদ হোসেন বাচ্চু, আমার দেশ প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন গাজী, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সি: শিক্ষক মো. আরিফুল ইসলাম, রেড ক্রিসেন্ট যুব সোসাইটি সদস্য আখতারুজ্জামান মধু প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে