দেশবাসীর কাছে তামিমের জন্য দোয়া চাইলো বিসিবি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৫ পিএম
দেশবাসীর কাছে তামিমের জন্য দোয়া চাইলো বিসিবি

ডিপিএলে খেলার মাঝে হুট করেই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে দ্রুততম সময়ের মধ্যে সাভারের বিকেএসপির কেপিজে হাসপাতালে নেওয়া হয় তামিমকে। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ার পর হার্টে রিং পরানো হয়। বর্তমানে স্থিতিশীল আছেন তামিম ইকবাল। জ্ঞান ফিরেছে, কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে। এমন সংকটাপন্ন মুহূর্তে সবাই বসে গেছেন প্রার্থনায়, ফিরে পেতে চান তামিমকে। তামিমের অসুস্থতার ব্যাপারে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। সেখানে চিকিৎসকদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ক্রিকেট বোর্ড। প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান আজ সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ হৃদরোগে আক্রান্ত হন। তামিমকে দ্রুত কাছের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার হৃদয়ের একটি ধমনীতে (আর্টারীতে) ব্লকেজ নিরসনের জন্য সফলভাবে এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’ আরও লেখা হয়েছে, ‘বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিকেএসপি ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসকদের সময়োপযোগী এবং দক্ষ চিকিৎসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমরা সকল চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই, যারা এই সংকটময় মুহূর্তে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। তামিমের প্রতি জাতির ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ তার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও স্নেহেরই প্রতিফলন। প্রধান উপদেষ্টা কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত সর্বশেষ তথ্য পাচ্ছে।” বিসিবি আরও জানায়, “বিসিবি তার স্বাস্থ্যের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং হাসপাতালের মেডিকেল দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তামিমের দ্রুত সেরে ওঠার জন্য বোর্ড সব ধরনের সহায়তা ও ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি সকল ভক্ত ও অনুসারীদের অনুরোধ করেছে যেন তারা হাসপাতালে ভিড় না করেন, কারণ এর ফলে চিকিৎসা সেবার ব্যাঘাত ঘটতে পারে। তামিমের অবস্থা সম্পর্কে পরবর্তী আপডেট যথাসময়ে গণমাধ্যমে জানানো হবে। বিসিবি এবং তামিমের পরিবার সমগ্র জাতির কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা কামনা করছে।’ আপাতত বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল, ফিরে আসুন আমাদের মাঝে।

আপনার জেলার সংবাদ পড়তে