কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন সোমবার ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হন। এই গ্রেফতারের কথা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুনে বাজিতপুর বাজারে ইফতারের পরে সাবেক প্রয়াত সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জুর ছেলে বিএনপি নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন, জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু’র নেতৃত্বে এক বিশাল মিছিল হয়েছে। পরে রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার দুর্জয় মোড়ে এক বিশাল সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, গত সাড়ে ১৫ বছরে বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন নিকলী ও বাজিতপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষও তার হাত থেকে রেহাই পায়নি। তিনি সুযোগ বুঝে অঢেল অর্থের মালিক হয়েছেন। বিভিন্ন ভাবে অবৈধ জায়গা দখল, বিল দখল করেছেন। গত সাড়ে ১৫ বছরে বাজিতপুর নিকলীর বিএনপির নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাসিয়েছেন বলে বক্তারা সমাবেশে উল্লেখ করেন। জানা যায়, আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন। নৌকা প্রতীক নিয়ে প্রথমে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চার বারের সংসদ সদস্য। এই চার বারের সংসদ হয়ে দলের প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের দুটি পক্ষকে বিভক্ত করে ফেলে। সংসদ সদস্য থাকাবস্থায় তার বিরুদ্ধে কয়েকবার অবৈধ পন্থায় আয় করায় দুদকের চিঠি আসে এবং সঙ্গে সঙ্গে প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।