কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের মোরগমহল প্রাঙ্গনে প্রয়াত এমপি আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুর স্মৃতি সংসদের মাধ্যমে সোমবার বিকাল ৫টায় এমপির ছেলে বিএনপি নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি নিজেও কয়েকটি মামলায় জেল খেটেছেন। সারা দেশের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়েছে ফ্যাসিস্ট সরকার। শেষ পর্যন্ত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামীলীগের পতন হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপি নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুনের পিতা প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজিবুর রহমান মঞ্জুর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য, বদরুল আলম শিপু, জেলা যুব দলের সহ-সভাপতি এডভোকেট শাহ্ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসীম মাহমুদ জসীম, সাবেক উপজেলা যুব দলের সভাপতি কায়সার মাহমুদ রিপন, জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ আক্তার, পৌর যুব দলের সভাপতি আহসান বিপু, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রাজিব আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি নুরেন খান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট এহেসানুল হুদা।