জয়পুরহাটের ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের আয়মাপুর নামকস্থানে বীজ আলুর হিমাগারে দুর্র্ধষ ডাকাতি। রবিবার আনুমানিক রাত ১২টার দিকে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের হাফিজার রহমান বীজ হিমাগার লিমিটেডে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানা যায়, ৮ ডিসেম্বর রবিবার রাত ১২টায় ২০-২৫ জন মুখোশপড়া ডাকাতদল।