পিরোজপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০২:১৮ এএম
পিরোজপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত

বিভিন্ন আনুষ্ঠানিকতায় পিরোজপুরে আজ রোববার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সম্মিলিত আয়োজনে অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বলেন জুলাই-আগস্টে স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার যে আন্দোলন তা ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত জবাবদিহি মূলক নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। ওই আন্দোলনে একটি দুর্নীতিবাজ স্বৈর শাসকের পতন হয়েছে। এদেশে আর কোনো দুর্নীতিবাজ স্বৈর শাসকের আবির্ভাব না হয় সেই লক্ষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিশেষ করে তরুনদেরকে দুর্নীতি প্রতিরোধে উৎসাহী করে বাংলাদেশকে বিনির্মান করতে হবে।  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০ টায় পিরোজপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে দুপ্রক এর সাধারন সম্পাদক খালেদা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, দুপ্রক সভাপতি মো: মুনিরুজ্জামান নাসিম, সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, অধ্যাপক শেখ সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় দিবসের তাৎপর্য উল্লেখে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জহিরুল কাইউম। এর আগে সকাল ৯ টায় পিরোজপুর দুদক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিভাবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। পরে শহরের কৃষ্ণচুড়া মোড়ে সরকারী বেসরকারী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও দুর্নীতি বিরোধী সংগঠনের সদস্য সমন্বয়ে রোচিত মানববন্ধন শেষে র‌্যালি বের হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে