বিএনপি সভাপতির দেওয়া সেলাই মেশিন পেলেন ২২৬ নারী

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৭:০৯ পিএম
বিএনপি সভাপতির দেওয়া সেলাই মেশিন পেলেন ২২৬ নারী

পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে ২২৬ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ নিজস্ব অর্থায়নে এ উপহার বিতরণ করেন।মঙ্গলবার বেলা ১১টায় হরিণাকুন্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজে ৮২ জন নারীর মাঝে মেশিন বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সোমবার ঝিনাইদহ শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ মাঠে ১৪৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান, সহ সভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, হরিণাকুন্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW