আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এ গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে আমাদের গৌরবোজ্জ্বল মহান স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তির সংগ্রামের পথ বেয়ে অনেক রক্ত আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে পরম কাঙ্খিত স্বাধীন ভূখণ্ড, স্বতন্ত্র পতাকা ও জাতিসত্ত্বার পরিচিতি। স্বাধীনতার এই দিনটিকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ ও আমাদের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদের এবং যে সকল মা-বোনদের যাদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। "বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ " হোক ৫৫ তম মহান স্বাধীনতা জাতীয় দিবসের অঙ্গীকার।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে ২০২৫ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন নিম্নে উল্লেখিত কর্মসূচি গ্রহণ করেছে।
জেলা প্রশাসনের গৃহীত সকল কর্মসূচির মধ্যে রয়েছে
২৬ মার্চ রাত বারোটা এক মিনিটে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ-সূচনা।
২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন সমূহে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন।
ভোর পাঁচটা ৫৬ মিনিটের পর
মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে চাঁদপুর স্বাধীনতা ভাস্কর্য 'অঙ্গীকার' পাদদেশে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথেই সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচ কাওয়াজ।
এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা ও বিভিন্ন রঙ এর পতাকা দ্বারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপসমূহ সজ্জিত করা হবে।
সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সমদ্যদের সংবর্ধনা অনুষ্ঠান,স্থান চাঁদপুর ক্লাব মিলনায়তন ।
দুপুর বারোটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কয়লাঘাটস্থ বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ সমূহ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা।
বাদ আছর সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায়
জাতির শান্তি ,সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করে মোনাজাত বা প্রার্থনা । এ ছাড়াও সকল হাসপাতাল, জেল খানা, সরকারি শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধি স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ঠ ভবনের আলোকসজ্জা করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চাঁদপুরের সকল সুধী সমাজের ব্যক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।
উক্ত কর্মসূচিতে সবার উপস্থিতি কামনা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।