পাবনার চাটমোহরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে দিবসের সুচনা করেন। এরপর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী দূর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছিলো শোভাযাত্রা। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা দূর্নীত প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,প্রধান শিক্ষক আরকেএম আব্দুর রব মিঞা,সহকারি অধ্যাপক অশোক চক্রবর্তী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,স্কুল ছাত্র কাব্য ব্যানার্জি,আসফিয়া সুলতানা,কলেজ ছাত্রী সানজানা পারভীন লিপি প্রমুখ।