করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা বন্ধে অভিযান

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ১১:৫২ এএম
করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা বন্ধে অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সালিকাদহ এলাকায় করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা বন্ধে অভিযান চালালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজ হস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চলে এ অভিযান। এসময় বালু উত্তোলনের একটি ড্রেজার ধ্বংস এবং এজাহার ইসলাম (২৫) নামে এক বালু উত্তোলন কারীকে আটক করা হয়। আটক এজাহার উপজেলার বলগাড়ি শালিকাদহ এলাকার তৌহিদুর ইসলামের ছেলে। পরে তাকে অবৈধ ভাবে বালু উত্তোলন দায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, আমরা সেখানে কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হই। যাওয়ার সময় তারা খবর পেয়ে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় অভিযান চালিয়ে একজনকে আটক করে দুই মাসের বিনাশ্রম সাজা ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে