কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিভিন্ন চর অঞ্চল ও গ্রামের ৪ শত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহ্সপতিবার (২৭ মার্চ ) দুপুরে রাজিবপুর উপজেলার স্টেডিয়াম মাঠে সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ(সওয়াব)এর উদ্যোগে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে। খাদ্য সহায়তা প্রধান অনুষ্ঠানের সওয়াবের প্রোগ্রাম অফিসার মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হোমিও ডাক্তার কেরামত আলী, চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান । রমজানের এই ফুড প্যাক খাদ্য সহায়তা মধ্যে ছিল ৫ কেজি চাল , ১ কেজি ডাল, ১ লিটার তেল,১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই ও ১কেজি ছোলা, ২ কেজি মুডি,১ কেজি আলু।
অতিথিরা বলেন পিছিয়েপড়া নদীবেষ্টিত রাজিবপুর উপজেলার বেশিভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। রমজানের কথা চিন্তা করে আমাদের রাজিবপুর উপজেলা মানুষের কথা ভেবে সওয়াবের খাদ্য পবিত্র ঈদুল ফিতরে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে যা নিঃসন্দেহে একটি ভাল কাজ। পরবর্তীতে আরো সুযোগ সুবিধা গুলো যেন এই চর অঞ্চলবাসী পায় এমন প্রত্যাশা থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন সোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ডএডভান্সমেন্ট ইন বাংলাদেশের ( সওয়াব) মো. বোরহান উদ্দিন, প্রোগ্রাম অফিসার। চর ও জনতা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক. এস. এম. নাসিম ও সভাপতি আব্দুল মান্নান, প্রোজেক্ট অফিসার আফতাফুজ্জামান। চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন, অর্থ সম্পাদক মতিউর রহমান (বিএসসি) প্রমুখ।