শিক্ষার্থীদের ঈদ উপহার পেল সীমান্তের ৫০টি পরিবার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৪:৪৩ পিএম
শিক্ষার্থীদের ঈদ উপহার পেল সীমান্তের ৫০টি পরিবার

হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ঈদ উপহার পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীরা। নিজেদের অর্থায়নে এসব ঈদ উপহার যাচ্ছে গরীব অসহায় পরিবারের কাছে।এদিকে তাদের এই উপহার পেয়ে খুশি এসব পরিবার। আগামীতে বড় পরিসরে আয়োজন করার আশা শিক্ষার্থীদের।

গরীব অসহায় পরিবার ও এতিমদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে সীমান্তবর্তী হিলি হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ ও রোভার স্কাউটের শিক্ষার্থীদের এক ব্যতিক্রম উদ্যোগ। সকাল থেকেই কলেজের বারান্দায় কেউ ব্যস্ত সেমাই চিনি সহ নানা উপকরণের প্যাকেট সাজাতে আবার কেউ ব্যস্ত এতিমদের জন্য নতুন পোশাক প্যাকেটিং করতে।

শিক্ষার্থীরা এসব অর্থের জোগান দিয়েছেন নিজেদের টিফিনের বাঁচানো টাকা থেকে। কিনেছেন সেমাই, চিনি,কিসমিস, দুধসহ বিভিন্ন উপকরণ আর এতিম শিশুদের জন্য নতুন পাঞ্জাবি ও পায়জামা সাথে রয়েছে জুতাও। সামান্য এই ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এমন বলছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আগামীতে আরো বড় পরিসরে যাতে তারা এসব দিতে পারে সেজন্য সমাজের বৃত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান তাদের। এদিকে হিলি সীমান্তের প্রায় ৫০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে এসব শিক্ষার্থীরা। পরিবার গুলোর ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।

আপনার জেলার সংবাদ পড়তে