হোমনায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৭:৪৪ পিএম
হোমনায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন ও গতিশীল করার লক্ষ্যে শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিএনপির উদ্যোগে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল­া বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল­াহ সরকার, ব্যারিস্টার উজ্জ্বল, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সাংবাদিক আ. হক সরকার, প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, মো. মোসলেম উদ্দিন, মনির মাস্টার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে