বাঞ্ছারামপুরে ৩ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান

এফএনএস (নাছির উদ্দিন দুলাল; বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:২২ এএম
বাঞ্ছারামপুরে  ৩ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে ৩ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ  আবুল মনসুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর  থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত)  রতেপ চন্দ্র দাস। আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে দুই জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  শিক্ষায় অবদানের জন্য মমতাজ বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দিলশাদ খানম ও সফল জননী নারী হিসেবে আনোয়ারা বেগমকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারী উন্নয়ন সংস্থা , বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সংবাদকর্মী ও ব্র্যাকের কর্মকর্তারাসহ শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে