চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুঘটনায় নিহত ১১

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০২:৫৯ পিএম
চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুঘটনায় নিহত ১১

দক্ষিণ  চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের সাথে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখী সংঘর্ষে অন্তত নিহত হয়েছেন ১১জন। এ ঘটনায় আরও ৮ জনের অবস্থা সংকটাপন্ন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। অপর ৪জন মারা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আরো ৮  জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বেপরোয়া গতির রিলাক্স পরিবহন এবং হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় আশপাশের লোকজন এসে আহত এবং নিহতদের উদ্ধার করেন। 

এখনো পর্যন্ত নিহত এবং আহদের কারও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তারা সকলে ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এখনো ঘটনাস্থলেই রয়েছে। 

উল্লেখ্য, ঈদের সকালে একইস্থানে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, ঈদের দ্বিতীয় দিনেও একই এলাকায় চুনতি জাঙ্গালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ২ টি গাড়ি খাদে পড়ে যায়। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিন পর্যন্ত একই এলাকায় ২০ জনের প্রাণহানি হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁক, গাড়ির তুলনায় রাস্তা সরু এবং লবণ বাহীর নির্গত পানির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে এসব দুর্ঘটনা হচ্ছে বলে স্থানীয়রা বলছেন। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার সহাসড়ক চার লেনে সম্প্রসারণের দাবী করছেন এলাকার অনেকেই।

আপনার জেলার সংবাদ পড়তে