সাপাহারে মোটর শ্রমিক নেতা মোজাফফর কে পিটিয়ে আহত

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০৫:৪৬ পিএম
সাপাহারে মোটর শ্রমিক নেতা মোজাফফর কে পিটিয়ে আহত

নওগাঁর সাপাহার উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক  মোজাফফর রহমান কে একদল দুবৃত্ত পুর্ব শক্রুতার জের ধরে পিটিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয় থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে শুক্রবার রাত ৮টার দিকে তিনি তার গ্রামের অদুরে অবস্থিত পুকুর দেখাশোনার জন্য গেলে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী খেড়ুন্দা গ্রামের বাসিন্দা শ্রী উজ্জল (৩০), শ্রী সুজন (২৮), উভয় পিতা-খোসা, প্রভাষ (৫০), পিতা-মৃত খোকা, রঞ্জিত কুমার (৩০), পিতা-মৃত জিল্লু, রশনি (৩০), পিতা-শুকাক, গৌতম (৪০),নবান্ন (৪৮), বাবু (৩৫), সর্ব পিতা-নরেন, শ্যামল (৩০),কার্তিক (৩৫), উভয় পিতা-অনিল, আপন (২০), পিতা-গৌতম দলবদ্ধ হয়ে তার পুকুর পাড়ে অনধিকার প্রবেশ করে তাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং চারদিক থেকে ঘিরে ফেলে   হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে  মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়ে সেখানে পড়ে যায়। এদিকে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তান্ত অবস্থায় উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করায। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গতকাল স্থানীয় থানায় লিখিত  অভিযোগ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে