ইন্দুরকানীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৮ এএম
ইন্দুরকানীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার তৎপরতায় ১৬ বছর বয়সী এক কিশোরী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। জানা গেছে, ঝর্না আক্তার নামের ওই কিশোরী ইন্দুরকানী আবাসনস্থ মো. নজরুল সাজ্জালের মেয়ে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও হাসান বিন মোহাম্মদ আলী নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত  পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। বাল্যবিবাহ বন্ধ করার জন্য তারা ঘটনাস্থলে পৌঁছালে বর পক্ষ পালিয়ে যায়। পরে মেয়ের পরিবারকে আইনের ব্যাপারে সচেতন করে এবং মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়। এ বিষয়ে ইউএনও হাসান বিন মোহাম্মদ আলী জানান, গোগন সংবাদের ভিক্তিতে জানতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ সহ মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাঠিয়েছি তারা উপস্থিত থেকে মুচলেখা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে