সীতাকুণ্ডে ওসির ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও নেতাদের মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০১:১৪ পিএম
সীতাকুণ্ডে ওসির ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও নেতাদের মুক্তির দাবিতে মিছিল ও  সমাবেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের নেতা নাছিরে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার না করে উল্টো যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শিল্পাঞ্চল সীতাকুণ্ড আজ মিছিলের নগরীতে পরিণত হয়েছে। শনিবার ৫ এপ্রিল বিকাল ৩ টায় সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সীতাকুণ্ড থানার ওসির ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মুক্তির দাবিতে পৌরসভা সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। এই সময় বিক্ষোভ মিছিল থেকে সীতাকুণ্ড থানার ওসির বিরুদ্ধে নেতাকর্মীদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহাব উদ্দিন রাজুর সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২৬ মার্চ ইফতারের পর বাড়ির পাশে ডেইরি ফার্মে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে গলা কেটে হত্যা করে। এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সীতাকুণ্ড থানার ওসির রুমে বসে পরিকল্পিতভাবে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করে দলের ত্যাগী ৪ নেতাকে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মুক্তি দাবি জানান। এ সময় বক্তারা সীতাকুণ্ড থানার ওসির মুজিবুর রহমানের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের জন্য অবিলম্বে তাকে থানা থেকে প্রত্যাহার সহ শাস্তির দাবিও জানান। তারা আরো বলেন, ওসি মুজিবুর রহমান সীতাকুণ্ড থানায় যোগদানের পর থেকে বিএনপি অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছেন। অপরদিকে আওয়ামীলীগের অনেক সন্ত্রাসীরা এলাকায় অবাধে বিচরণ করলেও তাদেরকে গ্রেফতার করছে না।

সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেলাল উদ্দিন বাবর ও পৌরসভা যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়ার যৌথ সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহ্বায়ক ডাক্তার কমল কদর। বিশাল এই প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর ও জয়নাল আবেদীন দুলাল, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহম্মদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী।

এই সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন মনি, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌর যুবদলের আহবায়ক অমলেন্দু কনক, পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, ১ নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সা. সম্পাদক এড. আইনুল কামাল, উপজেলা মহিলা দলের সভানেত্রী এড. রওশন আরা, সাধারণ সম্পাদক নাজমুন নাহার নেলী, পৌর মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়েরসহ অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।


সমাবেশের পর শতশত নেতাকর্মীদের একটি বিশাল মিছিল পৌরসদরের উত্তর বাইপাস থেকে শুরু করে পৌরসভার সামনে এসে শেষ করেন। 

উল্লেখ্য গত ২৬ মার্চ ইফতারের পর বাড়বকুণ্ড ইউনিয়নের ছড়াকুল এলাকায় বাড়ির পাশে গলা কেটে হত্যা করা হয় সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে। হত্যাকান্ডের দুই দিন পর ৮ জনকে আসামী করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাসিরের স্ত্রী মোমেনা বেগম। মামলা দায়েরের পর থানায় চায়ের দাওয়াত দিয়ে ডেকে এনে যুবদল ও সেচ্ছাসেবক দলের ৪ নেতাকে পুলিশ গ্রেপ্তার করে।

আপনার জেলার সংবাদ পড়তে