দিঘলিয়ায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক বিক্রেতা আটক

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০১:২৮ পিএম
দিঘলিয়ায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক বিক্রেতা আটক

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল এলাকা থেকে আসাদ মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। দিঘলিয়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর দিক নির্দেশনায় এসআই মনিরুল ইসলাম, এএসআই জাহিদুর রহমান, মোঃ সাইফুদ্দিন, কনস্টেবল মোঃ সুমন হোসেন, খন্দকার ফিরোজ, গিয়াসউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মৃত দবির মোল্লার পুত্র আসাদ মোল্লাকে ২২ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ২৩২০ টাকাসহ গ্রেফতার করেছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসাদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিঘলিয়ায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে