দিনাজপুরের কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নে বোরো ধানের জমিতে পরিচর্যা করছেন কৃষকেরা। গতকাল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের দেখা গেছে নারী শ্রমিকেরা বোরো ধানের জমিতে দল বেঁধে নিরানি দিচ্ছেন। মহিলা কৃষি শ্রমিক রঞ্জনা রানীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ২শত টাকা হাজিরা দিয়ে নিরানি দিচ্ছি ইরি বাড়ীত, অপর কৃষি শ্রমিক হেমবালা বলেন, ২শত টাকায় সংসারের খরচ হয় না, বসি না থাকি যাহা পাই তাই দিয়ে সংসার কোন রকমে চালাতে হয়।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসমে উপজেলায় ৫ হাজার ৫শত ৭০ হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়। তা অতিক্রম করে ৫হাজার ৭শত ৮০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে।
উপজেলার ঈশানপুর গ্রামের কৃষক সামছুল বলেন, ১০বিঘা জমিতে বোরো ধান রোপন করেছেন, আগামী কয়েক দিনের মধ্যে আগাম জাতের ধান গুলি শীষ বের হতে শুরু করেছে। বর্তমানে আবহাওয়া ভালই রয়েছে। একই গ্রামের কৃষক মোঃ মোতালেব বলেন, ২৯, ৮৯ ধানের শীষ আর অল্প কয়েক দিনের মধ্যে বের হবে আশা করছেন। তিনি এবার ৩ একর জমিতে ৮৯ জাতের ধান লাগিয়েছেন। বর্তমানে ধানগুলি ভালই রয়েছে এবং আবহাওয়া অনুকুলে থাকলে ভাল ফলনের আশা করছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, বোরো ধান চাষের জন্য কৃষকদের সর্বপ্রকার সহযোগিতা করা হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন রোগ বালাই দমনের জন্য।