ইসলামপুরে বিএনপির মহিলা দলের সম্মেলন

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:২২ এএম
ইসলামপুরে বিএনপির মহিলা দলের সম্মেলন

ইসলামপুর উপজেলা বিএনপির মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ডিসেম্বর(সোমবার) ইসলামপুর অডিটিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। মাহমুদা নবাব জলির সঞ্চালনায় নাহিদা আক্তার সুলেখা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির মহিলা দলের সভাপতি সেলিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছায়িদা বেগম শ্যামা,যুগ্ন সাধারণ সম্পাদক শামীমা বেগম রুবী,সাংগঠনিক সম্পাদক পেয়ারা হয়দার।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সহ-সভাপতি শাহিদুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক আজম উদদৌল্লা পাহলোয়ান প্রমুখ। সম্মেলনে নাহিদা আক্তার সুলেখা খানম কে  সভাপতি এবং মাহমুদা নবাব জলিকে সাধারণ সম্পাদক এবং ফাহমিদা আক্তার পলিকে যুগ্ন সাধারণ সম্পাদক করে মোট ৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে