কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ পিএম
কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক যুবক ও মুরছালিন হোসেন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার ভোরে কটিয়াদী-মঠখোলা সড়কে বাস-পিকআপের সংঘর্ষে পান্ত চন্দ্র বর্মণ ও পশ্চিম চাতল এলাকার বাঘবেড়-চাতল সড়কে অটোরিকশার চাপায় মুরছালিন হোসেন নিহত হয়। পান্ত চন্দ্র বর্মন নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামোদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে। তিনি পিকআপের হেলপারের কাজ করতেন এবং মুরছালিন হোসেন মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামের মল্লিক হোসেনের ছেলে। 

জানা যায়, কটিয়াদী-মঠখোলা সড়কের মুগদিয়া এলাকায় ভোররাতে পিকআপ-বাসের সংঘর্ষে পান্ত চন্দ্র বর্মন নিহত হয়। তার লাশ কে বা কারা উপজেলা -^া-’্য কমপ্লেক্সে ফেলে রেখে চলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে নিহতের পারিবারের লোকজন কটিয়াদীতে এসে লাশ সনাক্ত করে। নিহতের পিসি পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে। চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ। -’ানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে। অপর দিকে শনিবার দুপুরে পশ্চিম চাতল প্রাইমারী -্কুল সংলগ্ন বাগবেড়-চাতল সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা মুরছালিনকে চাপা দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বাস-পিকআপ সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়। তার লাশ হাসপাতালে রেখে গেলে পুলিশ লাশ উদ্ধার করে। -^জনরা নিহতের পরিচয় সনাক্ত করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। অপরদিকে শিশু মুরছালিনকে চাপা দেয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে